বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাগাতিপাড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা স্বামী পলাতক 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা স্বামী পলাতক 

নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ বছর বয়সী স্ত্রী সুফিয়া বেগমকে গলাকেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশুকন্যা আসমানিকে নিয়ে পালিয়েছে স্বামী আসমত আলী। শুক্রবার (২৮ জুন) ভোরের দিকে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। আসমত আলী উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুফিয়া বেগমকে বিয়ে করার আগে আরও তিনটি বিয়ে করে আসমত আলী। তার তৃতীয় স্ত্রী মারা যাওয়ার পরে সম্পর্ক করে আসমত সুফিয়াকে বিয়ে করে। কিন্তু পেশায় চোর হওয়ায় বিয়ের কিছুদিন পর থেকেই আসমত ও সুফিয়ার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। সমপ্রতি একটি চুরির ঘটনা নিয়ে শুক্রবার (২৮ জুন) স্থানীয়ভাবে সালিশি হওয়ার কথা ছিল।

এ বিষয় নিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর সকালে শয়ন ঘরের মেঝেতে সুফিয়া বেগমের গলাকাটা লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে সুফিয়ার বাবার বাড়ির সদস্য ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আসমত তার প্রথম স্ত্রীকেও হত্যা করেছে।

নিহত সুফিয়ার ভাই বোনেরা অভিযোগ করে বলেন, চুরি করা নিয়ে প্রতিনিয়তই তাদের মধ্যে ঝগড়া হতো এবং আসমত তাদের বোনকে মারপিট করতো। তারা আসমতকে আটক করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, এক যুবক আসমত আলীর বাড়িতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসমত আলী কোন কাজ না করে বিভিন্ন স্থানে চুরি ও বিয়ে করে বেড়াতো এসব নিয়ে তাদের মধ্যে কলোহ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। 

টিএইচ